এক্সপ্লোর
Sudip Banerjee: 'শুধু কাউন্সিলরদের নিয়ে নির্বাচন করব, একথা একবারও বলিনি', দাবি তৃণমূল প্রার্থীর
ABP Ananda LIVE: বাইরের কারও সাহায্য লাগবে না। নিজের দলের কাউন্সিলরদের(Councellor) সাহায্যে পরিপূর্ণতায় ভরে আছি। উত্তর কলকাতায়(north kolkata) কে কার সাহায্যকারী, তা নিয়ে কুণাল-তমোঘ্ন বিতর্কের মধ্যেই এই মন্তব্য করেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়(sudip banerjee)। শুধু কাউন্সিলররাই জিতিয়ে দেবেন এই মনোভাব থাকলে তা পার্টির মূল স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, পাল্টা মন্তব্য করেছিলেন কুণাল। সুর বদলাল ২ দিনেই, তাঁরা ঐক্যবদ্ধ, বার্তা সুদীপের। শুধু কাউন্সিলরদের নিয়ে নির্বাচন করব, একথা একবারও বলিনি, দাবি তৃণমূল (TMC)প্রার্থীর।
আরও দেখুন






















