এক্সপ্লোর
Suvendu Adhikari: 'চোরেদের তাড়াতে হবে',ভোট-প্রচারে তৃণমূলকে তীব্র আক্রমণে শুভেন্দু ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি দিয়ে শুরু। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নিজের গড়ে। নন্দীগ্রাম (Nandigram) ২ নম্বর ব্লকে এদিন ২টি জনসভা করবেন শুভেন্দু। প্রথমটি বয়ালের ৩ খণ্ড জালপাইয়ে। শুভেন্দুর দ্বিতীয় জনসভা নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুল মাঠে। এই আমদাবাদ তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
আরও দেখুন






















