Tapas Roy: 'আমি কখনও সাংগঠনিক বিষয়ে একটা মিটিং ডাকতে পারিনি', বিস্ফোরক তাপস রায় | ABP Ananda LIVE
Lok Sabha Election: ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (sudip banerjee) বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায় (tapas roy)। 'সুদীপ বন্দোপাধ্যায়ের অনুগত না হলে চৌরঙ্গিতে তৃণমূল (tmc)করা যাবে না'। 'ওনার কাজ সমস্যা তৈরি করে রাখা'। 'আমি কখনও সাংগঠনিক বিষয়ে একটা মিটিং ডাকতে পারিনি'। 'ক্যালকাটা বয়েজ স্কুলে দুটি ফ্ল্যাট দখল করে আছেন'। 'সেখান থেকেই ভোটের কাজ করানো হচ্ছে, বিষয়টি আমি কমিশনকে জানাবো'। 'স্কুল কর্তৃপক্ষ ভয় পাচ্ছে, ওনার গুন্ডামির বিরুদ্ধে কিছু করতে পারছে না'। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















