Panchayat Election Result: ভোটের আগেই বিনা লড়াইয়ে পরপর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! | ABP Ananda LIVE
Panchayat Election Result 2022: গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের!। পঃ বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম । ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৯৩টিই তৃণমূলের! গণনার আগেই দঃ ২৪ পরগনায় ৬৫ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। উঃ ২৪ পরগনার ২৫, বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। পঃ মেদিনীপুরের ২৮, পূর্ব বর্ধমানের ৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের । গণনার আগেই হাওড়ার ২৯টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের। কোচবিহারে ৫টি, উঃ দিনাজপুর ৯টি, মালদার ১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের । মুর্শিদাবাদের ২টি, নদিয়ার ১টি, পুরুলিয়ার ১টি, বাঁকুড়ার ৩৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। ঝাড়গ্রামের ২টি গ্রাম পঞ্চায়েত, পঃ বর্ধমানের ১২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের ।






















