এক্সপ্লোর
Lok Sabha election:উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে, বাগযুদ্ধে জড়ালেন কেন্দ্র ও রাজ্য়ের মন্ত্রী
ABP Ananda LIVE: ভোটের(lok sabha election) মুখে ফের কোচবিহারে সংঘাতে নিশীথ প্রামাণিক(nishit pramanik) এবং উদয়ন গুহ(udyan guha)। এবার উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে, বাগযুদ্ধে জড়ালেন কেন্দ্র ও রাজ্য়ের মন্ত্রী। এই পরিস্থিতিতে, দিনহাটায় একের পর এক ঘটনায় জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে নিশানা করে উদয়ন গুহ বললেন, SP যথেষ্ট সক্রিয় নন, তিনি কী করছেন বুঝতেই পারছি না। দিনহাটা নিয়ে চক্রান্ত হচ্ছে।' পাল্টা এদিন কোচবিহার থেকে উদয়নকে গুন্ডা বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা।
আরও দেখুন






















