WB Assembly By Election: ৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা TMC-র, কোন কেন্দ্রে কে কে?
West Bengal News: ৪ বিধানসভার উপ নির্বাচনে(assembly by election) প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।
বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়'। লোকসভা ভোটে (Loksabha election) সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না'।'কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়'। নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর -- ।'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না'। 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র। 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক'। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর । ২০২৪-র বদলে পরবর্তী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে ২০২৫-এ। 'ভোটের জন্য ৩ মাস নষ্ট হওয়ায় এবছর আর বাণিজ্য সম্মেলন নয়'। শিল্প বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র