West Bengal Election 2021: 'জঙ্গলমহলে TMC-র অবস্থানই নেই', টাকা দিয়ে ভোট কেনার মমতার মন্তব্যের পাল্টা শমীক
বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুললেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আমি জানি বিজেপির কিছু কিছু লোক আপনাদের কাছে টাকা ছড়াবে। দু'একজন গদ্দারকে জানি। তারা এখন বিজেপি করছে। তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বহিরাগত গুণ্ডারা এসে ভোট লুঠ করে নিয়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে সব লুঠ হয়ে যাবে। দুরাচার আর দুঃশাসনের পার্টি বিজেপি। কুৎসা আর অপপ্রচারের কারখানা বিজেপি।" এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বিজেপিকে আক্রমণ করে চলেছেন। জঙ্গলমহলে তৃণমূলের অবস্থান নেই। তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন। মানুষ ঠিক করে ফেলেছে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার আসবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত।"
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)