এক্সপ্লোর
ABP Exclusive: 'ভিন্ন ধারার চরিত্রে সুযোগ পাইনি, একঘেয়ে অভিনয় করে যেতে হয়েছে', আফশোস সুমন্তর
মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', সেই ঠাণ্ডা চোখ, শান্ত গলা অথচ শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেওয়া সংলাপ। তপন সিনহা পরিচালিত 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও জ্বলজ্বলে সবার স্মৃতিতে। তারপর পেরিয়ে গিয়েছে ৩৫ বছর। ছোটপর্দা ধারাবাহিক চিনেছে 'জননী' আর 'জন্মভূমি' এর হাত ধরে। সেই ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেলুলয়েড থেকে ডিজিটাল, তাঁর চোখের সামনে বদলে গিয়েছে বিনোদনের ভাষা। কেমন আছেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়?
আরও দেখুন






















