এক্সপ্লোর
করোনা আবহেই জীবনের গান, স্বাধীনতার সুরে অনিন্দ্য চট্টোপাধ্যায় গাইলেন 'হয়তো তোমারই জন্য'
জীবন মানে স্বাধীনভাবে বাঁচা। জীবন হোক করোনা মুক্ত। স্বাধীনতা দিবসে প্রত্যেক ভারতবাসীর সেটাই প্রার্থনা। জীবনের গান গেয়ে স্বাধীনতার সুরে সুর মেলালেন বাংলার সেরা সঙ্গীতশিল্পীরা। অনিন্দ্য চট্টোপাধ্যায় গাইলেন 'হয়তো তোমারই জন্য'।
আরও দেখুন






















