Ritwik Ghatak: সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী
ABP Ananda LIVE : সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী। লিভার ফাউন্ডেশনের আয়োজনে তাঁর ছবির নানা দৃশ্য ও চরিত্র ফুটে উঠেছে শিল্পীদের সৃষ্টিতে। ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী।
তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, বিজেপির সঙ্গে তলে তলে বোঝাপড়া রয়েছে তৃণমূলের। আবার হুমায়ুনকে সাসপেন্ড করতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করেছেন, বিজেপিকে সাহায্য় করার জন্য় এই চেষ্টা। তাহলে তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ? এই বাদানুবাদই অস্ত্র তুলে দিয়েছে সিপিএমের হাতে।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আগামীদিনে RSS মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্য়মন্ত্রী হোক, আমি স্বাগত জানাব।' তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। তারা হচ্ছে দেশের শত্রু। একজন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী! আরকজন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড বিধায়ক!
বৃহস্পতিবার সেই দু'জনই নাম না করে, পরস্পরের বিরুদ্ধে, বিজেপি এবং RSS-ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সুর চড়ালেন!এতদিন কেবল সিপিএম এবং কংগ্রেসের মুখেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ শোনা যেত! বৃহস্পতিবার সরাসরি সেই অভিযোগ তুললেন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড হুমায়ুন কবীর।























