Dilip Kumar Demise: দিলীপ কুমারের প্রয়াণে শোকবার্তা গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের
প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। বয়স হয়েছিল ৯৮ বছর। আজ সকাল ৭.৩০টায় মৃত্যু হয় তাঁর। অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। দিলীপ কুমারের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। দিলীপ কুমার হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম আছে তাঁর। তিনি তাঁর অভিনয় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। তিনি নার্গিস, কামিনী কৌশল, মীনাকুমারী, মধুবালা এবং বৈজয়ন্তীমালা-সহ সমকালীন অনেক জনপ্রিয় অভিনেত্রীদর সঙ্গে জুটি গড়ে তোলেন। দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার দুই পরিচালক গৌতম ঘোষ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।






















