EXCLUSIVE: ওয়েব সিরিজ কাঁপানো নায়ক, বাংলা থেকে ফোনের অপেক্ষায়, আড্ডায় ঋত্বিক ভৌমিক
সেক্স, ভায়োলেন্স, ক্রাইম - ওটিটি প্ল্যাটফর্মের চেনা ছন্দের বাইরে বেরিয়ে শাস্ত্রীয় সঙ্গীত আর প্রেমের সুরে বাঁধা একটি সিরিজ 'বন্দিশ ব্যন্ডিটস'। সেই ছবিরই অন্যতম প্রধান মুখ ঋত্বিক ভৌমিক। নাসিরুদ্দিন শাহের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছেন। একনিষ্ঠ ছাত্রের মতো নাসিরুদ্দিনকে সামনে রেখে এগিয়েছেন ঋত্বিক। একজন অভিনেতাকে লেজেন্ড হতে গেলে কোন জায়গায় পৌঁছতে হয়, তারই উদাহরণ নাসিরুদ্দিন, বললেন ঋত্বিক।
এই প্রথম বার মিউজিকাল ওয়েব সিরিজ আনল অ্যামাজন প্রাইম। এই সিরিজে মূল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। সিরিজটির প্রযোজনা করেছেন অমৃতপাল সিংহ। পরিচালনায় আনন্দ তিওয়ারি। সিরিজে সঙ্গীতের দায়িত্বে শঙ্কর-এহসান-লয়। ঋত্বিক 'বন্দিশ ব্যান্ডিটস'-এর রাধে। নতুন সঙ্গীত সম্রাট।






















