এক্সপ্লোর
Krishnakali: শেষ দিনে মঞ্চে শ্যামার আসল কন্ঠশিল্পী অদিতি, যাত্রা ফুরোল 'কৃষ্ণকলি'-র
১২০২ এপিসোড পেরিয়ে শেষের মুখে শ্যামা নিখিলের গল্প। আজ সম্প্রচারিত হল ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র শেষ পর্ব । চার বছরে দর্শকদের মন জয় করেছিল কীর্তন ও গানের সুরে বাঁধা এই ধারাবাহিক। ২০১৮ সালের ১৮ জুন শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রামের কালো মেয়ে শ্যামার সঙ্গে শহুরে ছেলে নিখিলের সম্পর্কের গল্প। শুধু তাই নয়, কৃষ্ণভক্ত শ্যামা ভালোবাসত গান গাইতে। শেষদিনের শ্যুটিং করতে গিয়ে আবেগপ্রবণ হলেন শ্যামা-নিখিল। ধারাবাহিকের শেষেও রইল চমক। গানের মঞ্চে হাজির হলেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। আজ শেষ এপিসোডে অদিতি মুন্সীর সঙ্গে গলা মেলালেন শ্যামা।
আরও দেখুন






















