এক্সপ্লোর
Dhanteras 2021: ধনতেরসে কোন কোন জিনিস কেনা এড়িয়ে চলাই ভাল বলে কথিত?
না ভেবেচিন্তে যে কোনও ধাতব জিনিস কিনে ফেলবেন না যেন ধনতেরসে ! জেনে নিন কোন কোন জিনিস কেনা এড়িয়ে চলাই ভাল বলে মনে করছেন অনেকে ।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে। উত্তর ভারতের ধনতেরসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে। কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। তবে কোনও কোনও পুরোহিতের মতে, কিছু কিছু জিনিস কেনা হিতে বিপরীত হতে পারে। তবে সবটাই মানুষের বিশ্বাস, সত্য -মিথ্যা পরীক্ষিত নয় !
আরও দেখুন
Advertisement























