No Smoking Day 2025: দীর্ঘদিন ধূমপানের পর ছাড়লে কি কোনও লাভ হয়? কী ঘটে শরীরে? ABP Ananda Live
ABP Ananda Live: অতিরিক্ত ধূমপানে ( No Smoking ) যে ফুসফুসের ( Lungs Damage ) ক্ষতি হয়, হার্টের ( Heart Attack ) সমস্যা হয়, সে তো আর কারও অজানা নয়। কিন্তু শুধুই কি তাই ? ধূমপানে শরীর ঝাঁঝরা করে দেয় ঘূণপোকার মতো। ক্যান্সার ( Cancer ) ছাড়া আর কী কী রোগের কারণ হতে পারে ধূমপান? সিগারেট ছাড়া কি এতই সহজ? ছাড়লেই কি আর ফুসফুস ফিরবে পুরনো ফর্মে? সব প্রশ্নের উত্তর দিলেন চিকিৎসক অর্পণ চক্রবর্তী সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিও-পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড একমো, অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল।
বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে', শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা
তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। 'কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?' ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।






















