Bangladesh News: উত্তাল বাংলাদেশ, ফের বিএনপি নেতাদের নিশানায় মমতা। ABP Ananda Live
Mamata Banerjee: বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব'। 'আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব?' 'এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। 'তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক'। 'আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো'। 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'। 'সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
বাংলায় বোসের তৃতীয় বছরে নতুন সমীকরণ? স্থায়ী উপাচার্য নিয়ে জট কাটার ইঙ্গিতের মধ্যেই রাজভবনে মুখ্যমন্ত্রী। স্থায়ী উপাচার্য নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। বোস-মমতার আলোচনায় উঠতে পারে মন্ত্রিসভার রদবদলের প্রসঙ্গও।