Bangladesh News: আন্দোলনকারীদের দখলে প্রধানমন্ত্রীর বাসভবন। ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি।সংসদ ভবনে ভাঙচুর
ABP Ananda LIVE: শ্রীলঙ্কার মতোই গণঅভ্য়ুত্থান বাংলাদেশেও। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্য়াগ করে শেখ হাসিনা দেশ ছাড়তেই গণভবনে চলে গেল আন্দোলনকারীদের দখলে। ভাঙচুর চলল বাংলাদেশের সংসদ ভবনে। বাদ গেল না প্রধান বিচারপতির বাড়িও। ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি। জ্বলল শেখ মুজিবর রহমান সমৃতি জাদুঘর। প্রতিবেশী দেশে উত্তাল পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়াল বিএসএফ।
গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। খবর সূত্রের। আরও খবর, স্থানীয় সময় বিকেল তিনটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারটেয় বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, খবর সূত্রের । স্থানীয় সময় দুপুর আড়াইটেয় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা । বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল । দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। পদত্যাগ হাসিনার, বাংলাদেশে উৎসব শুরু আন্দোলনকারীদের। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা, কোথায় যাবেন তিনি?