এক্সপ্লোর
আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কেন বলছেন অমিত শাহ? তবে আধার সংযুক্তিকরণ কেন হয়েছিল? ডোরিনা ক্রসিংয়ে নাগরিকত্ব আইন-এনআরসির প্রতিবাদ-সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কেন বলছেন অমিত শাহ? তবে আধার সংযুক্তিকরণ কেন হয়েছিল? আধার চলবে না তো কি বিজেপির মাদুলি চলবে? ডোরিনা ক্রসিংয়ে নাগরিকত্ব আইন-এনআরসির প্রতিবাদে আয়োজিত সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি আরও বলেন, ‘নো এনআরসি, নো ক্যাব’ আন্দোলনে সবার উল্লেখযোগ্য ভূমিকা আছে। সোমবার থেকেই গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সুরে আজনও তিনি বলেন, ‘হিংসা চাই না বলেই পথে নেমেছি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট, আগুন জ্বালিয়ে হয় না। গণতান্ত্রিক আন্দোলন হয় রাস্তায় দাঁড়িয়ে’। সিএএ-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে, হয়েছে অবরোধ। অশান্তির আগুন ক্রমেই ছড়াচ্ছে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আটকে পড়া ট্রেনযাত্রীদের পাশে রয়েছে সরকার, আমরা অবরোধ করলে, বাচ্চাদের কী হবে? প্রতিবাদ কর, গান গাও, ছবি আঁকো, অবরোধ নয়।’
তিনি আরও বলেন, ‘নো এনআরসি, নো ক্যাব’ আন্দোলনে সবার উল্লেখযোগ্য ভূমিকা আছে। সোমবার থেকেই গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সুরে আজনও তিনি বলেন, ‘হিংসা চাই না বলেই পথে নেমেছি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট, আগুন জ্বালিয়ে হয় না। গণতান্ত্রিক আন্দোলন হয় রাস্তায় দাঁড়িয়ে’। সিএএ-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে, হয়েছে অবরোধ। অশান্তির আগুন ক্রমেই ছড়াচ্ছে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আটকে পড়া ট্রেনযাত্রীদের পাশে রয়েছে সরকার, আমরা অবরোধ করলে, বাচ্চাদের কী হবে? প্রতিবাদ কর, গান গাও, ছবি আঁকো, অবরোধ নয়।’
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement