Hathras Satsang Stampede: হাথরসে পদপৃষ্ট হয়ে মৃত্যুমিছিল, 'ভোলেবাবা'- র নামই নেই এফআইআরে
ABP Ananda Live: হাথরসে সৎসঙ্গে পদপৃষ্ট হয়ে মৃত্যুমিছিল। শোক আর স্বজন হারানোর আর্তনাদ যখন চতুর্দিকে, তখন বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু, সুরজপাল ওরফে 'ভোলে বাবা'। আশ্চর্যজনকভাবে, যাঁর 'সৎসঙ্গে' এত মানুষের সর্বনাশ হল সেই ভোলেবাবারই নামও নেই FIR-এ! হাথরসের সৎসঙ্গে স্বঘোষিত 'গডম্য়ানে'র পদধূলি নিতে গিয়ে পায়ের নীচে পিষে প্রাণ গেল ১২১ জনের। এত জনের মৃত্যুর দায় কার? উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধীরা। অখিলেশ যাদবের সঙ্গে ধর্মগুরুর ছবি দেখিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ। স্থানীয়রা জানিয়েছেন, ভগবান শিবের আরাধনায় মুঘলগরহিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান শেষ হতে হুলস্থুল বেঁধে যায়। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হলে পদপিষ্ট হন অনেকে। মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটির তরফে ওই 'সৎসঙ্গ'-এর আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রচণ্ড গরমে পুণ্যার্থীদের আটকে প্রথমে ধর্মগুরু ও তাঁর সহযোগীদের বেরনোর রাস্তা করা হয়। সেই সময় ধর্মগুরুকে প্রণাম করতে ঝাঁপিয়ে পড়েন ৪০০-৫০০ লোক। একই সময় বেরনোর চেষ্টা করেন বহু মানুষ, তাতেই পদপিষ্ট হন বহু। সবমিলিয়ে ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে।