IND Vs Pakistan: ফের পাকিস্তানের পর্দাফাঁস ! মার্কিন নিষেধাজ্ঞার লিস্টে লস্কর কমান্ডারেরই নাম
ABP Ananda Live: লস্কর কমান্ডারকে সন্ত্রাসবাদী না বলতে গিয়ে নিজেদেরই জালে পাকিস্তান। সন্ত্রাসে মদত, জঙ্গিদের শহিদের সম্মান, ফের পাকিস্তানের পর্দাফাঁস। ভাইয়ের শেষকৃত্যে পাক সেনাদের সঙ্গের লস্কর কমান্ডার হাফিজ আব্দুল রউফ। লস্কর কমান্ডারকে সন্ত্রাসবাদী নয় বলে দাবি পাক সেনার। মার্কিন নিষেধাজ্ঞার লিস্টে সেই লস্কর কমান্ডারেরই নাম। পাকিস্তানের দেওয়া ID-র সঙ্গে মার্কিন ID ম্যাচ! প্রমাণ দেখাতে গিয়ে জঙ্গির ন্যাশনাল ID প্রকাশ করল পাক সেনাই! লস্কর জমির ID, ছবি ও নম্বর সহ প্রকাশ করে পাক সেনাই বিপাকে। মাসুদ আজহারের জামাই মহম্মদ ইউসুফ আজহারের শেষকৃত্যে হাজির আব্দুল রউফ।
হটলাইনে DGMO পর্যায়ের বৈঠকের আগেই পাকিস্তানের পর্দাফাঁস!
হটলাইনে DGMO পর্যায়ের বৈঠকের আগেই পাকিস্তানের পর্দাফাঁস! জঙ্গিদের হয়ে পাক সেনার হামলা! প্রকাশ্যে আনল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে পর্যুদস্ত করে এবার পরবর্তী মিশনের হুঙ্কার ভারতের। ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস চিন-তুরস্কের ড্রোন-রকেট। একের পর এক পাক হানার ছবি দেখিয়ে কড়া জবাব ভারতীয় সেনাবাহিনীর।


















