PM Modi on vaccination: ডিসেম্বরের আগেই দেশে সবার টিকাকরণের লক্ষ্যমাত্রা, জানালেন প্রধানমন্ত্রী
দেশজুড়ে টিকাকরণের (Vaccination) গতিপ্রকৃতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর (Narendra Modi)। করোনা টাস্ক ফোর্স এবং পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠক। ডিসেম্বরের আগেই দেশের সবার টিকাকরণের লক্ষ্যমাত্রা। ২১ জুন থেকে দেশজুড়ে চালু বিনামূল্যে সর্বজনীন টিকাকরণ অভিযান। ২১ জুনের পর দিনে গড়ে ৭০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে। গত পাঁচ দিনে টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৩ কোটি মানুষ। টিকাকরণে নতুন গতি দিতে চাইছে কেন্দ্র, এমনই খবর মিলেছে সূত্র মারফত।
এদিকে, দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ, এমনই দাবি করা হল আইসিএমআরের (ICMR) তরফে। এখনও পর্যন্ত ১২ রাজ্যে মিলেছে করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট, যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। করোনার 'ডেল্টা প্লাস' ভ্যারিয়েন্ট, ডেল্টার থেকে ভয়ানক – এমন প্রমাণও মেলেনি, দাবি আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধানের।
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : অতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা ? নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কী জানালেন পুলিশ আধিকারিক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/46f31e5bba0a6bd362af44626d06909c1739696340943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)