Rath Yatra 2024: তুলির টান, চন্দ্রমুখী আলুর ওপর ফুটে উঠল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ
তুলির টানে ফুটে উঠল জগন্নাথের মুখ । চন্দ্রমুখী আলুর ওপরে রয়েছে বলরাম আর সুভদ্রাও। অভিনব কীর্তি রানাঘাটের শতাব্দীর। অদ্ভুত এই কাণ্ড দেখতে ভিড় জমেছে পালপাড়ায়। সংসারের কাজ মিটিয়ে গৃহবধূ মেতেছে রথযাত্রায়।
আগামীকাল রথযাত্রা। সেজে উঠেছে জগন্নাথ ধাম। প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। রথযাত্রার আগের দিন জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে।রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
