Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হানায় মদত খোদ পাক সেনা প্রধানের!
ABP Ananda Live: কাশ্মীরে জঙ্গি হানায় মদত খোদ পাক সেনা প্রধানের! কবুল খোদ পাক জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যানের। যুদ্ধের দিকে দেশকে এগিয়ে যাওয়ার অভিযোগে প্রশ্নের মুখে খোদ পাক সেনা প্রধান! জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে ঘরেই প্রশ্নের মুখে পাক সেনা প্রধান! পাক সেনা প্রধানের মদতেই পহেলগাঁও হত্যাকাণ্ডের বিস্ফোরক অভিযোগ
সেনা প্রধানকেই কাঠগড়ায় তুললেন পাক জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান! হিন্দু পর্যটককের হত্যা, ঘরেই বিদ্রোহের মুখে পাক সেনা প্রধান! কাশ্মীরে গণহত্যা, ভারতের হুঙ্কারের মধ্যে ঘরেই বিপর্যস্ত পাকিস্তান!
পহেলগাঁওতে হিন্দু পর্যটক নিধন, পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ডেপুটি এনভয় যোজনা পটেল। রাষ্ট্রপুঞ্জে তিনি বলেন, এটা দুর্ভাগ্য়জনক যে, একটি নির্দিষ্ট প্রতিনিধি দল অপপ্রচার এবং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য় ফোরামের অপব্যবহার এবং এটিকে দুর্বল করার চেষ্টা করেছে। গোটা বিশ্ব শুনেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, যে জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং জঙ্গি সংগঠনগুলিকে অর্থ জোগান দেওয়ার ইতিহাস রয়েছে পাকিস্তানের। সর্বসমক্ষে এই স্বীকারক্তি কাউকে অবাক করেনি এবং শঠ দেশ হিসেবে পাকিস্তানের চেহারা খুলে দিয়েছে, যারা বিশ্বব্য়াপী সন্ত্রাসে মদত দিচ্ছে এবং এলাকা অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব আর চুপ করে থাকবে না।


















