Kashmir News: 'সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব', চরম হুঁশিয়ারি মোদির
ABP Ananda Live: কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন, নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর। বিহারের মধুবনিতে অনুষ্ঠানের শুরুতে নীরবতা পালন নরেন্দ্র মোদির। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর। হাতজোড় করে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে নিহতদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন প্রধানমন্ত্রীর। 'পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা'। 'এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা'। 'পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা'। 'এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা'। 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হতে চলেছে'। 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত'। '১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব'। 'হামলাকারীদের কল্পনাতীত সাজা দেব', বার্তা মোদির।

















