Corona Vaccination : স্বাস্থ্য দফতরের অনুমতিতে 'উপহার' আবাসনে করোনা ভ্যাকসিনেশনের শিবির
ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে দুয়ারে ভ্যাকসিন পরিষেবা কলকাতায়! স্বাস্থ্য দফতরের অনুমতিতে চক গড়িয়ার উপহার আবাসনে করোনা ভ্যাকসিনেশনের শিবির আয়োজিত হল সোনোস্ক্যান ডায়গনাস্টিক সেন্টারের উদ্যোগে। সেখানে ভ্যাকসিনের পাশাপাশি চিকিৎসকদের পরামর্শও পেলেন আবাসিকরা।
করোনার মারণ তরঙ্গ ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক প্রাণ। সংক্রমণ বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যাওয়ায় ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে টানাটানি। দিনভর লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পুরো অন্য রকম ছবি ধরা পড়ল দক্ষিণ কলকাতার চকগড়িয়ার উপহার আবাসনে।
উপহারের আবাসিকদের ভ্যাকসিনের জন্য দৌড়তে হল না সরকারি বা বেসরকারি হাসপাতালে। ভোররাত থেকে লাইনেও দাঁড়াতে হল না। উলটে তাঁদের দুয়োরে এসে ভ্যাকসিন দিয়ে গেল বেসরকারি সংস্থা সোনোস্ক্যান ডায়গনাস্টিক সেন্টার।




















