Morning Headlines July 29: দিল্লিতে সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা
সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা। বৈঠকের পর জানান, আমি একা কেউ নই। সব একসঙ্গে কাজ করতে হবে। আমি লিডার নই, ক্যাডার।
পেগাসাস নিয়ে ফের সুর চড়ালেন মমতা। পেগাসাসের জবাব দিক কেন্দ্র। দাবি তৃণমূল সুপ্রিমোর। এর জবাব দেওয়া উচিত। মানুষ জানতে চায়।
সিপিএমকে ঠিক করতে হবে, কে তাদের প্রধান বিরোধী। বামেদের সঙ্গে জোট নিয়ে বার্তা মমতার। বাংলায় বিজেপিকে ধরে এনেছে তৃণমূলই। পরামর্শের প্রয়োজন নেই, কটাক্ষ সুজনের।
সিনেমার জনপ্রিয় ডায়লগে ছড়ায় না হিংসা। স্বীকারোক্তির পরে তদন্তের কী আর বাকি থাকে। শোলের আমজাদ খানের প্রসঙ্গ টেনে মিঠুনের মামলায় মন্তব্য হাইকোর্টের। পুলিশের রিপোর্ট তলব।
রাজ্যসভার সাংসদ পদের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইএএস জহর সরকার। বিধানসভায় গিয়ে মনোনয়ন। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ৯ অগাস্ট ভোট।
হরিশ্চন্দ্রপুরের নয় জন তৃণমূল সদস্য উদ্ধার। বিহারের কাটিহারে নিয়ে যাওয়ার পথে পুলিশি অভিযান। গ্রেপ্তার তিন। অনাস্থা নিয়ে বয়ান রেকর্ডের জন্য বয়ান রেকর্ডের পথে যাওয়ার সময় অপহরণ।