Narada Case Hearing: হাইকোর্টে মামলার শুনানি-স্থগিতাদেশ নিয়ে তুষার মেহতাকে প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতিদের
নারদ মামালায় বড় ধাক্কা সিবিআইয়ের (CBI)। সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই। কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) ফের নারদ মামলার শুনানি হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসের বাইরে কী কী ঘটনা ঘটেছিল তা বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন, সিবিআই-এর (CBI) কাজে বাধা দেওয়া ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, ধৃত নেতারা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন। তাঁদের না জানিয়ে নাগরিক হিসাবে তাঁদের সেই অধিকারকে কেন খর্ব করা হল, সেই প্রশ্নও করেছেন তাঁরা। হাইকোর্টে মামলার শুনারদ মামালায় বড় ধাক্কা সিবিআইয়ের (CBI)। সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই। কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) ফের নারদ মামলার শুনানি হবেদেশ নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।