এক্সপ্লোর
Narendra Modi : 'হনুমান লঙ্কা জ্বালায়নি, অহঙ্কার জ্বালিয়েছে', রাহুলের রাবণ-কটাক্ষের জবাব মোদির
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে, বারবার নাম না করে রাহুল গান্ধীকেই নিশানা করলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার লোকসভায় তিনি বলেন, বছরের পর বছর একই ব্য়র্থ প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে। বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। পাল্টা সুর চড়িয়ে বিজেপি-বিরোধীরা বলছে, বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট নিয়ে চিন্তিত।
জেলার
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
আরও দেখুন



















