Babri Masjid Demolition Case Verdict: হাজার পাতার রায়, অপারেটিভ অংশ আলাদা ভাবে পড়তে পারেন বিচারক
Babri Masjid Demolition Case Verdict: হাজার পাতার রায়, অপারেটিভ অংশ আলাদা ভাবে পড়তে পারেন বিচারক| আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। এই মামলায় অভিযুক্ত লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী-সহ মোট ৩২ জন। ২৮ বছর ধরে চলা মামলায় তাঁদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকালে। ১৯৯২ থেকে ২০২০। আঠাশ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হতে চলেছে বুধবার।
হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী সহ ৪৯ জনের নাম। তবে বিচার চলাকালীন মৃত্যু হয়েছে ১৭ জনের। আজ আডবাণী সহ সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতে থাকবেন না আডবাণী, জোশী, উমা ভারতী, কল্যাণ সিং ও মহন্ত নৃত্যগোপাল দাস। এদের মধ্যে উমা ভারতী করোনা আক্রান্ত। অন্যদিকে, শুধুমাত্র মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরাই আজ আদালত চত্বরে উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশিকা জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।