এক্সপ্লোর
Advertisement
ড্রাগ নেননি দীপিকা! উনি 'স্বাস্থ্য সচেতন', এনসিবির সামনে দাবি ম্যানেজার করিশ্মার
যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ড্রাগ নিয়ে কথা হত, তার অ্যাডমিন কি ছিলেন দীপিকা পাড়ুকোন? এনসিবি সূত্রে দাবি, ইডি-র কাছ থেকে তারা এমনই তথ্য পেয়েছে। শনিবার দীপিকা ও তাঁর প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের দাবি।
আজ এনসিবি-র সামনে হাজির হওয়ার কথা দীপিকা পাড়ুকোনের।
সূত্রের দাবি, ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে দীপিকা তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞেস করেন, মাল আছে?
এই সূত্র ধরেই দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এনসিবি সূত্রে দাবি। শুক্রবার করিশ্মা প্রকাশকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, ২০১৭ সালের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন করিশ্মা। তবে ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করে করিশ্মা দাবি করেছেন, তিনি শুধু ধূমপান করেন। পাশাপাশি করিশ্মা আরও জানান, দীপিকা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। তিনি কখনও ড্রাগ নেননি। সূত্রের দাবি, এর মধ্যে আবার ইডি-র থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে জানতে পেরেছে এনসিবি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই ড্রাগ নিয়ে কথা হত। গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। গ্রুপে ছিলেন করিশ্মা প্রকাশ এবং জয়া সাহা। আজ দীপিকা এবং করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এনসিবি সূত্রে দাবি।
আজ এনসিবি-র সামনে হাজির হওয়ার কথা দীপিকা পাড়ুকোনের।
সূত্রের দাবি, ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে দীপিকা তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞেস করেন, মাল আছে?
এই সূত্র ধরেই দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এনসিবি সূত্রে দাবি। শুক্রবার করিশ্মা প্রকাশকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, ২০১৭ সালের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন করিশ্মা। তবে ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করে করিশ্মা দাবি করেছেন, তিনি শুধু ধূমপান করেন। পাশাপাশি করিশ্মা আরও জানান, দীপিকা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। তিনি কখনও ড্রাগ নেননি। সূত্রের দাবি, এর মধ্যে আবার ইডি-র থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে জানতে পেরেছে এনসিবি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই ড্রাগ নিয়ে কথা হত। গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। গ্রুপে ছিলেন করিশ্মা প্রকাশ এবং জয়া সাহা। আজ দীপিকা এবং করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এনসিবি সূত্রে দাবি।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement