এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে', অগ্নিমিত্রার পর এবার আক্রমণে লকেট, কড়া জবাব তৃণমূলের
'দিদিমণি বলে দিয়েছেন, আমি তোদের চাকরি দিতে পারিনি তাই তোদের বিনোদনের যখন দরকার, শরীর যখন গরম হয়ে যাবে, তোরা গিয়ে ধর্ষণ করবি।' ঠিক এক সপ্তাহ আগে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন BJP-র মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এবার একই অস্ত্র ব্যবহার করে আক্রমণ BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও (Locket Chatterjee)। তিনি বলেন, 'উঠল আওয়াজ বঙ্গে, ধর্ষণকারীরা দিদির সঙ্গে।'
একই সঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছে Trinamool Congress-ও। একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এই বাগযুদ্ধ। নারীসুরক্ষার দাবিতে সোমবার সন্ধেয় চুঁচুড়ায় বৈঠক করেন হুগলির BJP সাংসদ Locket Chatterjee। ওইদিন রাতেই চুঁচুড়ায় কামারপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বুধবার চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় BJP। সেখানেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়।
একই সঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছে Trinamool Congress-ও। একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এই বাগযুদ্ধ। নারীসুরক্ষার দাবিতে সোমবার সন্ধেয় চুঁচুড়ায় বৈঠক করেন হুগলির BJP সাংসদ Locket Chatterjee। ওইদিন রাতেই চুঁচুড়ায় কামারপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বুধবার চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় BJP। সেখানেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement