এক্সপ্লোর
Advertisement
Narendra Modi at AIIMS inauguration: 'ওষুধ এলেও ঢিলেমি নয়, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি', পরামর্শ Narendra Modi-র
একসময় আমি বলতাম ওষুধ নেই তাই ঢিলে দিলে চলবে না। কিন্তু এখন আমি বলছি ওষুধ এলেও, কড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনওভাবেই ঢিলে ঢিলে চলবে না। যখনই টিকা চলে আসবে, প্রত্যকেকে জানতে পারবেন। তাই সতর্ক ও সুস্থ থেকে নতুন বছর উদযাপন করুন। এমন বার্তা এদিন দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ভারত চাহিদা অনুসারে দত্তক, অভিযোজন আর প্রসার কী করে করা যায় শিখিয়েছে বিশ্বকে। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানবতার সেবা করেছি। এখন ভারতের পাশে ক্ষমতা আর সেবার পরিকল্পনা রয়েছে। টাই বিশ্ব স্বাস্থ্যের কেন্দ্র হয়ে উঠছে ভারত। এদিন দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, 'সব ছেড়ে আগে শরীর নিয়ে ভাবতে হবে। আমরা সুস্থ থাকলে, দেশ সুস্থ থাকবে।' নিজেদের ফিট রাখুন, দেশকেও ফিট রাখুন। এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। বৃহস্পতিবার জানান প্রধানমন্ত্রী। রাজকোট AIIMS শিল্যানাসে এদিন স্বাস্থ্যকর্মী-চিকিৎসকদের বার্তা দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, 'দেশের চিকিৎসা শিক্ষার বদল আনতে মিশন নিয়ে কাজ চলছে। গুণগত মাত বাড়াতে কাজ করা হবে। প্রতি লোকসভা কেন্দ্রের মধ্যে একটা মেডিক্যাল কলেজ গঠন হোক। তাই গত ৬ বছরে মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে।' তাঁর দাবি, '২০২০ স্বাস্থ্য প্রতিবন্ধকতার সাল হলে, ২০২১ স্বাস্থ্য সমাধানের বর্ষ।' এই বছরে বিশ্ব স্বাস্থ্য নিয়ে আরও বেশি সজাগ হয়ে সমাধানের জন্য কাজ করবে। ২০২০ সালে স্বাস্থ্য প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে ভারত যেভাবে কাজ করছে, তা বিশ্ব দেখেছে। স্বাস্থ্যের ভবিষ্যৎ আর ভবিষ্যতের স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনটাও দাবি করেছেন তিনি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement