এক্সপ্লোর
মাদক-যোগে এনসিবি-র সমন সুশান্তের বন্ধু সারা-শ্রদ্ধাকে
ড্রাগ-যোগে এনসিবির নজরে সারা আলি খান এবং শ্রদ্ধা কপূর। এনসিবি সূত্রের খবর, জেরায় রিয়া দাবি করেছিলেন, তিনি মাঝেমধ্যে সারার কাছে মাদক নিতেন। হোয়াটসঅ্যাপের সূত্র ধরে অভিনেত্রী শ্রদ্ধা কপূরেরও নাম উঠে এসেছে। যাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক ভালই ছিল বলে জানতে পেরেছে এনসিবি।
আরও দেখুন

















