WB News : 'স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক..',নভি মুম্বইয়ে মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিককের !
ABP Ananda LIVE : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকির দেহ উদ্ধার । মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের ভাসিতে খুন রাজ্যের পরিযায়ী শ্রমিক ! ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকির দেহ উদ্ধার করা হয়েছে। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। বাড়ি থেকে কিছুটা দূরে পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন নিহত আবু বক্কর সিদ্দিকি। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গতকাল রাতে বাদুড়িয়ার বাড়িতে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক।




















