NEET Controversy: নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, কী বলছে সিবিআই? ABP Ananda Live
NEET Scam: প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে মিলল বেশ কিছু ব্যাঙ্কেরএটিএম কার্ড। অমিত আনন্দর ফ্ল্যাটে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও। অ্য়াকাউন্ট নম্বর লেখা বেশ কিছু চেকও মিলেছে অমিত আনন্দর ফ্ল্যাটে, খবর সূত্রের। মিলেছে প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড। উল্লেখ্য়, প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে জোর সিবিআইয়ের। বিহারের পাটনা ও ঝাড়কণ্ডের দেওঘরে ধৃতদের আজ আদালতে পেশ। মোট ১৯ জন অভিযুক্তকে আজ পেশ করা হবে আদালতে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এনটিএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে চায় সিবিআই। পরীক্ষার্থীদের কথা ভেবেই CBI, জানাল কেন্দ্র। সিকন্দর যাদবেন্দু। দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়র। প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড। পাটনা শহর জুড়ে ছড়িয়ে তাঁর প্রচুর সম্পত্তি। সিকন্দরের বাংলোর সামনের ছবি তুলে ধরেছেন প্রতিনিধি শশাঙ্ক। : প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে মিলল বেশ কিছু ব্যাঙ্কেরএটিএম কার্ড। অমিত আনন্দর ফ্ল্যাটে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও। অ্য়াকাউন্ট নম্বর লেখা বেশ কিছু চেকও মিলেছে অমিত আনন্দর ফ্ল্যাটে, খবর সূত্রের। মিলেছে প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড।