Noapara-Dakshineswar Metro: আজ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে Narendra Modi, আপ-ডাউনে চলবে ৭৯টি মেট্রো
৭ই মার্চ ব্রিগেড সমাবেশের আগে রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের (Union Ministry of Water Resources) একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। চুঁচুড়ার (Chinsurah) ডানলপ (Dunlop) ময়দানে রাজনৈতিক সভাও রয়েছে তাঁর। সেই সভামঞ্চ থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর (Noapara, Dakshineswar) মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের আগে ঢেলে সাজানো হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। উদ্বোধনের প্রস্তুতি ঘুরে দেখেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel)। এদিন কলকাতা মেট্রো নেটওয়ার্কে যোগ হতে চলেছে দুটি স্টেশন, বরানগর ও দক্ষিণেশ্বর। তবে সম্প্রসারিত রুটে বাড়ছে না ভাড়া। মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকা। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে আপ-ডাউনে চলবে ৭৯ জোড়া ট্রেন। ভিড়ের কারণে যাতে যাত্রীদের সমস্যা না হয় তাই বেশ বড় আকারে তৈরি করা হয়েছে স্টেশন। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো চলাচল।