India Pakistan News: ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, প্রতিদিন অনুপ্রবেশের চেষ্টা চলছে: DGMO
ABP Ananda LIVE: তিন চারদিন ধরে যা চলছে, সেটা যুদ্ধ পরিস্থিতিই। স্পষ্ট বার্তা ভারতীয় সেনার ডিজিএমও-র। ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান। প্রতিদিন অনুপ্রবেশের চেষ্টা চলছে। অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু আমাদের মনে হচ্ছে, এর মধ্যে পাক সেনাও আছে। পাকিস্তানের এই সব কর্মকাণ্ড যুদ্ধ পরিস্থিতির মতোই। সেনার তিন বাহিনীর সাংবাদিক বৈঠকে মন্তব্য ডিজিএমও রাজীব ঘাই-এর।
আরও খবর...
পাকিস্তানে স্ট্রাইক চালিয়ে অভূতপূর্ব সাফল্য ভারতীয় সশস্ত্র বাহিনীর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করা গিয়েছে। ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল ভারতীয় সেনা। নির্ভুল লক্ষ্যে ভারত জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করেছে বলে জানানো হল। (Operation Sindoor)
এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্য়ু হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের জবাব দিতে ভারতের তরফে এই জবাব দেওয়া প্রয়োজন ছিল বলে জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (India-Pakistan Conflict)



















