BJP News: তৃণমূলের ২১ জুলাইয়ের আগে রাজ্যে মোদি? ১৮ জুলাই দমদম অথবা দুর্গাপুরে হতে পারে সভা
ABP Ananda LIVE: জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। তৃণমূলের ২১ জুলাইয়ের আগে, ১৮ জুলাই দমদম অথবা দুর্গাপুরে হতে পারে প্রধানমন্ত্রীর সভা। রাজ্য় বিজেপি সূত্রে খবর, নতুন রাজ্য সভাপতিকে নিয়েই জনসভা করতে পারেন নরেন্দ্র মোদি।
'এরকম কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে খুব খারাপ হয়েছে',রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব প্রিয়দর্শিনী
'মুখ চিনতাম। অস্বীকার করার তো জায়গা নেই। দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। দেখেছি। তার সঙ্গে কথাবাত্রাও হয়েছে। অনুষ্ঠানে। দ্বিতীয় যে ভাবে আমি ওকে চিনতাম, সেটা হচ্ছে, লিগাল অ্যাকটিভিটি, যেটার সঙ্গে প্রান্তিক যুক্ত ছিল। তো প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশিয়ন যেহেতু ছিল, সেই সূত্রে আমি ওকে চিনতাম। এর বাইরে ও আমাকে যে বলেছে, তোমাকে এই কাজটা করে দিতে হবে, বা আমি ওর সঙ্গে কোনও সখ্যতা আলাদা করে দেখিয়েছি, এরকম নয়। কোনও হয়েছে কিনা, সেরকম কথা, আমার মনে হয় না হয়েছে। ২০১৯ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি, যারা করছে অনেকদিন আগে থেকে, তাঁরা জানতো না ? আমি যদি এই ঘটনাগুলি টুকরো টুকরো করে জানতে পারি, তাঁরা জানতো না ? এটা হতে পারে ! আমার এটা প্রশ্ন'। বললেন রাজন্যা।,রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব ফিরহাদ-কন্যা।

















