BJP-TMC: 'পশ্চিমবঙ্গ দিবস' পালন বিজেপির, "দিনটি বঙ্গভঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত", কটাক্ষ তৃণমূলের
'পশ্চিমবঙ্গ দিবস' পালন বিজেপির। রাজ্য দফতরের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। বিধানসভার দক্ষিণ গেটে ৫৪ জন বিধায়কের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন। এই ৫৪ জন বিধায়কই ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ পঠনের পক্ষে মত দেন। বিজেপির দাবি বারবার বলা সত্ত্বেও দিনটিকে ছুটি ঘোষণা করছে না রাজ্য সরকার। এই বিষয়ে রবিবার ট্যুইট করেন দিলীপ ঘোষ সব রাজ্য বিজেপির একাধিক নেতা। এই প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "বিহার দিবস, ওড়িশা দিবস পালন হলে কেন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে না? এর আগে শাসক অথবা বিরোধী দল কেউ এই বিষয়ে দৃষ্টিপাত করেনি কারণ এটা করতে গেলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ জনসঙ্ঘের নাম আসবে। তাঁদের রাজনৈতিক সমস্যা রয়েছে বলে তারা এই কাজ করেন নি।"
পাল্টা শুভেন্দু শেখর রায় জানিয়েছেন, আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস নয়, বঙ্গভঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত। কারণ আজকের দিনে বেঙ্গল অ্যাসেম্বলিতে বাংলা বিভাজনের রেসলিউশন নেওয়া হয়েছিল। ওরা আসলে বাংলা ভাগ করার উৎসব পালন করছে। শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের জনক বলার থেকে ঐতিহাসিক মিথ্যে আর কিছু হতে পারে না।