Congress: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন দাললদের দিয়ে নিজের কথা বলাচ্ছেন, নিজে কিছু কেন বলছেন না?'. আক্রমণ অধীরের | Bangla News
আজ সুস্মিতা দেব কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "হঠাৎ হঠাৎ মমতার হয়ে কংগ্রেস থেকে চলে যাওয়া লোকরা এত দালালি করছে কেন? মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজে কেন কিছু বলছেন না? মিথ্যা এখানেই। কেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ন্যাশনাল মিডিয়ায় এসে বলছেন না উনি কংগ্রেসের জন্য অপেক্ষা করেছেন। কংগ্রেস ওঁনার সঙ্গে কথা বলেননি। তাঁর দালালদের দিয়ে এসব কথা বলাচ্ছেন কেন? কংগ্রেসের খেয়ে পরে গিয়ে যাঁরা এখন তৃণমূলের খুদ-কুড়ো খেতে ব্যস্ত তাঁদের কে দিয়ে এসব কথা বলাচ্ছেন কেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে গোটা গাঁধী পরিবার স্নেহের চোখে দেখে। কংগ্রেসের সঙ্গে বাংলায় যে কী অত্যাচার হয় সেট দিল্লির নেতা বিশ্বাস করত না। একজন আদর্শ নারী হিসেবে দিল্লির নেতারা মমতা বন্দ্য়োপাধ্যায়কে দেখতেন। তাঁরা নিজেরা অবাক হয়ে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কীর্তি-কলাপ দেখে।"