![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Elections ২০২১: ‘‘ব্যক্তিগত আক্রমণ করছে’ শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে দেবশ্রী
শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানি মামলা করতে আলিপুর আদালতে পৌঁছলেন দেবশ্রী রায়। রায়দিঘির বিধায়ক বলেন, 'প্রথম দিন থেকে আমার নামে যা প্রাণে আসছে বলে যাচ্ছে। আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।' বিজেপি অফিসে যাওয়ার প্রসঙ্গ তৃণমূল বিধায়ক বলেন আমি একজন পশুপ্রেমী। সেই প্রসঙ্গে একটি কাজেই আমি বিজেপি অফিসে গিয়েছিলাম। আমি তৃণমূল কংগ্রেসেই রয়েছি।
তিনি আরও বলেন, ‘শোভন-বৈশাখী আমার মানহানি করছেন, যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন’
‘একতরফা বলছেন, তাও আমি কিছু বলিনি। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে।
‘ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে’
‘বলা হয়েছে উনি আমফানের পর বাড়িতে বসে গান গেয়েছেন’
‘শোভন বলেছেন, উনি প্রায়শ্চিত্ত করতে এসেছেন’
‘আমি অপদার্থ হলে শোভন জেতাতে নিয়ে এলেন কেন?’
‘শোভন চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা সামাজিক অস্বস্তি’
‘পরিবার, সন্তানের কাছে যে আপন নয়, সে কত বড় নেতা?’
‘দেবশ্রীকে ভয় পাচ্ছেন শোভন-বৈশাখী’
‘রায়দিঘিতে গিয়ে প্রশ্ন করুন, আমি কেমন বিধায়ক?’
‘দিল্লির বিজেপি অফিসে গিয়েছিলাম পশুকল্যাণের কাজে’
‘আমি তৃণমূলেই আছি, মাথা থেকে বার করুন শোভনবাবু’
‘দেবশ্রী রায় ছিলেন শোভনের পরিবারের ঘনিষ্ঠ’
‘বৈশাখীর সঙ্গে দেবশ্রী রায়ের কোনও তুলনাই হয় না’
![Terrorist News:খাগড়াগড়কাণ্ডে জড়িত জঙ্গিরাই কি মদত দিচ্ছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের?চাঞ্চল্যকর তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/02/7c3352d8d3cc6f6513e6f607a31f517d1735792295416535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)