Mahua Moitra Tweet: ‘আঙ্কলজি দয়া করে আর বাংলায় ফিরবেন না’, রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রর
দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজ্যপালকে ট্যুইটারে কটাক্ষ মহুয়া মৈত্রর। তৃণমূল (TMC) সাংসদ লেখেন, "আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না।" ট্যুইটে কটাক্ষ মহুয়া মৈত্রের।
দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ট্যুইটারে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লেখেন, আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না।
উল্লেখ্য, গতকাল দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপালের চিঠি ঘিরে ফের নবান্ন ও রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে। দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে জগদীপ ধনকড় অভিযোগ করেছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। রাজ্যপালের অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি।
রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতর। ট্যুইটে বলা হয়েছে, যাবতীয় নিয়ম-নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরইসঙ্গে ট্যুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তু প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।
এবার রাজ্যপালকে কটাক্ষ করে ট্যুইট করলেন মহুয়া মৈত্র