Shashi Panja : 'বিজেপি শাসিত রাজ্যে অপরাধীরা ধরা পড়ে না', পাটনার ঘটনায় আক্রমণ শশী পাঁজার
ABP Ananda LIVE : পাটনার হাসপাতালে ঢুকে কয়েদিকে নৃশংস খুন দুষ্কৃতীদের। খুনের পিছনে কাজ করেছে অপরাধীদের বড় চক্র, নিশ্চিত পুলিশ। চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করল বিহার পুলিশ। অপরাধীদের চক্রের খোঁজে বাংলায় বিহার পুলিশের টিম। অপরাধ চক্রে যুক্ত থাকার সন্দেহে ৫ জনকে । পশ্চিমবঙ্গ থেকে আটক করল পুলিশ। নিউটাউন থেকে খুনকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের জালে ৫ জন। 'নিউটাউন থেকে যাদের আটক করা হয়েছে, তাদের সঙ্গে, পাটনা থেকে কথা বলেছিল খুনিরা', দাবি পুলিশের। পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন কয়েদিকে খুন। খুনকাণ্ডে জড়িত ৫ অভিযুক্তর হদিশ বাংলায়। পাকড়াও গ্য়াংয়ের ৫ সদস্য , খবর সূত্রের। ২ গ্যাংয়ের রেষারেষিতে খুন। পেশাদার খুনি তৌসিফ বাদশাকে চন্দন খুনের সুপারি দেয় শত্রুপক্ষ শেরু গ্যাং, সন্দেহ পুলিশের। পুরুলিয়ার জেলে বন্দি শেরুকেও জেরা। 'বিজেপি শাসিত রাজ্যে অপরাধীরা ধরা পড়ে না', পাটনার ঘটনায় আক্রমণ শশী পাঁজার

















