এক্সপ্লোর
AIMIM West Bengal: বাংলায় বিভাজনের চেষ্টা চলছে, বিহারে যা হয়েছে, তা এখানে হতে দেওয়া যাবে না, তৃণমূলে যোগ দিয়ে দাবি মিম নেতা আনোয়ার পাশার
ভোটের আগে তৃণমূলে মিমের একাধিক নেতা। বাংলায় মিমের প্রধান মুখ তৃণমূলে, দাবি ব্রাত্যর। ‘একটা সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গ। আমাদের দেখতে হবে ঘৃণা, বিদ্বেষ, হিংসা কি জিতবে, নাকি ভালবাসা, শান্তি, উন্নয়ন জিতবে?’ মন্তব্য ব্রাত্য বসুর। ‘বাংলায় বিভাজনের চেষ্টা চলছে। বিহারে যা হয়েছে, বাংলায় তা হতে দেওয়া যাবে না।’ তৃণমূলে যোগ দিয়ে দাবি মিম নেতা আনোয়ার পাশার। বিহারে মেরুকরণে বিজেপিকে মিমের সাহায্যের অভিযোগ।
আরও দেখুন
Advertisement
Advertisement


















