এক্সপ্লোর
Advertisement
করোনা আবহে শ্যামার আরাধনা, দেখুন কোন কোন পুজো জিতে নিল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান
করোনা সঙ্কটের মাঝে আলোর উৎসব। দিকে দিকে শ্যামা মায়ের আরাধনা। কলকাতার নজরকাড়া পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান। ঠাকুরপুকুর এসপি পার্ক সর্বজনীনের পুজো ৫১ বছরে পা দিল এবার। এবারের বিষয় ভাবনা 'অন্তরে অন্তরে'। বাগুইআটির নারায়ণতলা পূর্ব যুবক সঙঘের পুজোর এবার ৫৭ বছর। অতিমারী সঙ্কটে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর ভাবনা। হাসপাতালের আদলে তৈরি মূল মণ্ডপ। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান জিতে নিয়েছে এই পুজো। বড়িশা শান্তি সঙঘের ৭১ বছরের পুজোয় রাজরাজেশ্বরী রূপেই শ্যামা মায়ের আরাধনা। এবারের বিষয় ভাবনা, 'দীপমালার আবরণ, রাজেশ্বরীর আবাহন'। এই পুজোও পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান। বাঘাযতীন শ্রী কলোনি মৈনাক ক্লাবের এবারের থিম 'শুদ্ধি'। এই পুজো জিতে নিয়েছে সেরা আলোক আনন্দ সম্মান। আলোক আনন্দ বিশেষ সম্মান পেয়েছে হাওয়া সকাল। ডানলপের এই পুজো এবার পা দিল সপ্তম বছরে। পশ্চিম ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। অন্যদিকে হাতিবাগান মোড়ের কাছে নেতাজি তরুণ সঙঘের থিম 'বন্ধ হয়নি বাংলার আলোর উৎসব'। এই পুজোও জিতে নিয়েছে এবিপি আনন্দর সেরা আলোক আনন্দ সম্মান।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement