এক্সপ্লোর
Advertisement
দেওয়াল লেখা নিয়ে বিবাদ, BJP কর্মীদের মারধরের অভিযোগ Trinamool Congress-এর বিরুদ্ধে
দেওয়াল লেখা নিয়ে বিবাদ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে BJP কর্মীদের মারধরের অভিযোগ Trinamool Congress-এর বিরুদ্ধে। জখম হয়েছেন ৪ জন। অভিযোগ অস্বীকার Trinamool Congress-এর। বিধানসভা ভোটে এখনও মাস ছয়েক দেরি থাকলেও দেওয়াল লেখা ঘিরে এখন থেকেই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
BJP-র দাবি, শনিবার সকালে দলীয় কর্মীরা দেওয়াল লিখছিলেন। সেই সময় Trinamool Congress কর্মীরা হামলা চালায়। পাল্টা BJP-র বিরুদ্ধে তাদের দেওয়াল দখলের অভিযোগ তুলেছে Trinamool Congress। অন্যদিকে শহরতলির লোকালের পর এবার জেলায় জেলায় চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। আগামী ২ ডিসেম্বর থেকে ২৭ জোড়া নন-সাবর্বান প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া-আসানসোল এবং মালদা ডিভিশনে। সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রো।
BJP-র দাবি, শনিবার সকালে দলীয় কর্মীরা দেওয়াল লিখছিলেন। সেই সময় Trinamool Congress কর্মীরা হামলা চালায়। পাল্টা BJP-র বিরুদ্ধে তাদের দেওয়াল দখলের অভিযোগ তুলেছে Trinamool Congress। অন্যদিকে শহরতলির লোকালের পর এবার জেলায় জেলায় চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। আগামী ২ ডিসেম্বর থেকে ২৭ জোড়া নন-সাবর্বান প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া-আসানসোল এবং মালদা ডিভিশনে। সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রো।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement