এক্সপ্লোর
কাটোয়ায় আবাস যোজনায় 'দুর্নীতি', অভিযোগ Trinamool Congress-এর বিরুদ্ধে
একই নামের দুই ব্যক্তি। এক ব্যক্তির আবাস যোজনার টাকা গেছে আর একজনের অ্যাকাউন্টে। সেখান থেকেও লক্ষাধিক টাকা কাটমানি নেওয়ার অভিযোগ Trinamool Congress-এর নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কুয়ারা গ্রামে। প্রশাসন ভুল স্বীকার করলেও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে Trinamool Congress।
টাকার আবেদন যিনি করেছিলেন তাঁর বদলে অন্য একজনের অ্যাকাউন্টে যায় টাকা। সেখান থেকে আবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। টাকার আবেদন করা ব্যক্তি ব্লক অফিসে গিয়ে জানতে পারেন, ছয় মাস আগে টাকা দেওয়া হয়ে গিয়েছে। অথচ তিনি কোনও টাকা পাননি বলেই অভিযোগ উত্তম ঘোষের। একই নামের অন্য ব্যক্তি অর্থ পেয়েছেন। তাঁর আবার অভিযোগ তিনি আবেদনই করেননি। কিন্তু পাওয়া টাকা থেকে কাটমানি নিয়েছেন এক তৃণমূল নেতা।
লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল কাটমানি ইস্যুতে। এবার বিধানসভা নির্বাচনের আগেও কী ফের একবার রাজ্য রাজনীতির পারদ আরও একটু বাড়বে কাটমানি ইস্যুতে, সেটাই দেখার অপেক্ষা।
টাকার আবেদন যিনি করেছিলেন তাঁর বদলে অন্য একজনের অ্যাকাউন্টে যায় টাকা। সেখান থেকে আবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। টাকার আবেদন করা ব্যক্তি ব্লক অফিসে গিয়ে জানতে পারেন, ছয় মাস আগে টাকা দেওয়া হয়ে গিয়েছে। অথচ তিনি কোনও টাকা পাননি বলেই অভিযোগ উত্তম ঘোষের। একই নামের অন্য ব্যক্তি অর্থ পেয়েছেন। তাঁর আবার অভিযোগ তিনি আবেদনই করেননি। কিন্তু পাওয়া টাকা থেকে কাটমানি নিয়েছেন এক তৃণমূল নেতা।
লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল কাটমানি ইস্যুতে। এবার বিধানসভা নির্বাচনের আগেও কী ফের একবার রাজ্য রাজনীতির পারদ আরও একটু বাড়বে কাটমানি ইস্যুতে, সেটাই দেখার অপেক্ষা।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement