৩ লক্ষ টাকার ওপরে উধাও! বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার ৮০ বছরের বৃদ্ধ, ধৃত এক
মোবাইল ফোনের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার ৮০ বছরের বৃদ্ধ। পাকড়াও মোবাইলের দোকানের কর্মী। সল্টলেকের বাসিন্দা ওই বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, তাঁর অজ্ঞাতে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ৩৯০ টাকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ই-কমার্স সাইট থেকে অনলাইন পেমেন্ট সংস্থার মাধ্যমে ওই টাকায় সোনা কেনা হয়েছে। তদন্তে জানা যায়, সল্টলেকের মোবাইল সংস্থার রিটেল শপে মোবাইল ফোনের বিল জমা দিতেন ওই বৃদ্ধ। অভিযোগ, সেই সুযোগে তাঁর ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় দোকানের এক কর্মী। এরপর ওই কার্ডে ই-কমার্স সাইট থেকে অনলাইন পেমেন্ট সংস্থার মাধ্যমে সোনার গয়না কেনে অভিযুক্ত যুবক। হুগলির আরামবাগের নবপল্লির বাসিন্দা বছর তিরিশের ওই যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে ফের একবার সতর্ক করা হয়েছে নাগরিকদের। কার্ড সংক্রান্ত তথ্য কাউকে না জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।