এক্সপ্লোর
Advertisement
Fatafat: বাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, অধিকারী গড়ে আজ তৃণমূলের সভা ও অন্য খবর
বাইপাসের পূর্বাশা আবাসনের কাছে বিধ্বংসী আগুন। পরপর ঝুপড়ি পুড়ে ছাই। শীতের রাতে গৃহহীন বহু মানুষ। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে যায় বাইপাস। পাখির চোখ বাংলা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারেন মোদি। ১২ জানুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ। এলেও কোনও লাভ নেই, পাল্টা সৌগত। আজ অধিকারী গড়ে কাঁথিতে তৃণমূলের সভা। কাঁথির সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, সৌগত রায়। সভায় অধিকারী বাড়ির কেউ ডাক পাননি বলে অভিযোগ। তবে এতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপিতে যোগদানের পর প্রথম সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। দিলেন পরিবর্তনের ডাক। অন্যদিকে শুভেন্দুকে মীরজাফর বলে আক্রমণ করেছে তৃণমূল। তোলাবাজি নিয়ে ফের শুভেন্দুর আক্রমণের মুখে অভিষেক, পাল্টা আক্রমণ সৌগত রায়ের। দম থাকলে ২০০১ সালেই মুখ্যমন্ত্রী হতে পারতেন। পূর্বস্থলীতে বিজেপির হয়ে প্রথম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতেই শুভেন্দু অধিকারীর ঘর ওয়াপসি হয়েছে, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ৩১ জানুয়ারি প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেস্ট। আজ নোটিস। ইতিমধ্যেই উত্তীর্ণদের ১০ জানুয়ারি থেকে ইন্টারভিউ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানুয়ারি, ফেব্রুয়ারিতে বোর্ডের পরীক্ষা নয়, জানাল কেন্দ্র। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নির্ধারিত সময়ে নয়। আজ থেকে বেশ কিছু রুটে বাস চলাচল বন্ধ।
Tags :
State Police Fire Broke Out Fatafat Bypass Tet WB Polls 2021 With ABP Ananda Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections 2021 WB Election 2021 TMC WB Elections BJP WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement