‘শুরু হয়েছে বিকল্প গেট লাগানোর কাজ, হবে না জলকষ্ট’, দুর্গাপুর ব্যারেজের গেট ভাঙা প্রসঙ্গে আশ্বাস শুভেন্দু অধিকারীর
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি। হু-হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কিউসেক জল। সেচ দফতরে খবর দেওয়া হলেও এখনও শুরু হয়নি ভাঙা গেট মেরামতির কাজ। দুর্গাপুর ব্যারেজের জলের উপর নির্ভরশীল পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া। এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর ও আসানসোল পুরসভা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যারেজ জলশূন্য হলে তবেই মেরামতির কাজ শুরু সম্ভব। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে যাচ্ছেন চিফ ইঞ্জিনিয়ারের দল। সেচ এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, ব্যারেজের ৩৬ টি গেটের মধ্যে ১ টি গেটে সমস্যা হয়েছে। বিকল্প গেট লাগানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, আজ রাত বা কাল সকালের মধ্যে গেট লাগানোর কাজ শেষ হয়ে যাবে ফলে জলকষ্টে ভুগতে হবে না স্থানীয়দের। স্থানীয়রা ভাঙা গেট দেখতে আসায় ব্যারেজের ওপর বেড়েছে ভিড়, শুরু হয়েছে তীব্র যানজট।